image

CABG Patient – Mr. Sanatan Samanta and Chandramohan Samanta

Let us read about our satisfied patient Mr. Sanatan Samanta and Chandramohan Samanta. They both were admitted to B.P. Poddar Hospital few months back. Both were suffering from recurrent chest pain which was exacerbated during strenuous activities. After Doctor visit, they were advised Angiography which was diagnosed with Coronary Artery Disease. Treatment of CAD includes either PTCA (Percutaneous Transluminal Coronary Angioplasty) or CABG (Coronary Artery Bypass Grafting). Doctor suggested them to undergo CABG surgery. Let us know more about CABG surgery.

Coronary artery bypass graft surgery (CABG) is a procedure used to treat coronary artery disease. Coronary artery disease (CAD) is the narrowing of the coronary arteries – the blood vessels that supply oxygen and nutrients to the heart muscle. CAD is caused by a build-up of fatty material within the walls of the arteries. This build-up narrows the inside of the arteries, limiting the supply of oxygen-rich blood to the heart muscle.

One way to treat the blocked or narrowed arteries is to bypass the blocked portion of the coronary artery with a piece of a healthy blood vessel from elsewhere in your body. Blood vessels, or grafts, used for the bypass procedure may be pieces of a vein from your leg or an artery in your chest. An artery from your wrist may also be used. Your doctor attaches one end of the graft above the blockage and the other end below the blockage. Blood bypasses the blockage by going through the new graft to reach the heart muscle. This is called coronary artery bypass surgery.

Traditionally, to bypass the blocked coronary artery, your doctor makes a large incision in the chest and temporarily stops the heart. To open the chest, your doctor cuts the breastbone (sternum) in half lengthwise and spreads it apart. Once the heart is exposed, your doctor inserts tubes into the heart so that the blood can be pumped through the body by a heart-lung bypass machine. The bypass machine is necessary to pump blood while the heart is stopped.

While the traditional "open heart" procedure is still commonly done and often preferred in many situations, less invasive techniques have been developed to bypass blocked coronary arteries. "Off-pump" procedures, in which the heart does not have to be stopped,

হার্ট বাইপাস করে সম্পূর্ণ সুস্থ শ্রীযুক্ত সনাতন সামন্ত এবং চন্দ্রমোহন সামন্ত

সনাতন সামন্ত এবং চন্দ্রমোহন সামন্তের সুস্থ হওয়ার গল্প
এখানে আমারা সনাতন সামন্ত এবং চন্দ্রমোহন সামন্ত সম্পর্কে জানবো। তারা দুজনেই কয়েকমাস আগে বি.পি. পোদ্দার হসপিটালে ভর্তি হয়েছিলেন। তাঁরা বুকে ব্যথায় ভুগছিলেন বারবার বুকে ব্যথার সমস্যায় ভুগছিলেন, যা ভারী কোনও কাজের সময় আরও বেড়ে যাচ্ছিল। ডাক্তার দেখার পর অ্যাঞ্জিওগ্রাফি করার পরামর্শ দেন। অ্যাঞ্জিওগ্রাফি করার পর তাঁদের করোনারি আর্টারি ডিজিজ ধরা পড়ে। সাধারণত সিএডি-র চিকিৎসায় দুধরনের পদ্ধতি অনুসরণ করা হয়। একটি হল পিটিসিএ পদ্ধতি। অপরটি হল সিএবিজি পদ্ধতি। তাঁদের ক্ষেত্রে ডাক্তার সিএবিজি সার্জারির পরামর্শ দেন। আসুন আমরা জেনে নি, কী এই চিকিৎসা পদ্ধতি।
করোনারি আর্টারি বাইপাস গ্রাফ সার্জারি (সিএবিজি) একটি উন্নত চিকিৎসা পদ্ধতি যা করোনারি আর্টারির সমস্যার জন্য ব্যবহৃত হয়। করোনারি আর্টারি ডিজিজে সাধারণত করোনারি আর্টারিগুলোর পথ সংকীর্ণ হয়ে যায়, ফলে রক্তনালীগুলি হৃৎপিণ্ডের পেশীতে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহে বাধা সৃষ্টি করে। আর্টারি ওয়ালে চর্বিযুক্ত উপাদান বৃদ্ধি পেতে থাকে আর আর্টারির ভিতরের অংশকে সঙ্কুচিত করে তোলে, ফলে হৃদপিন্ডের পেশীতে অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ সীমিত করে।
অবরুদ্ধ বা সংকীর্ণ আর্টারির চিকিৎসার একটি উপায় হল আপনার শরীরের অন্য কোনও অংশ থেকে একটি সুস্থ রক্তনালীর টুকরো দিয়ে করোনারি আর্টারির অবরুদ্ধ অংশটিকে বাইপাস করা। যেমন আমরা মেইন রোডে জ্যাম থাকলে পাশের বাইপাস রাস্তা দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাই, এই পদ্ধতিও ঠিক তেমনই। বাইপাস পদ্ধতির জন্য ব্যবহৃত রক্তনালী বা গ্রাফগুলি আপনার পায়ের শিরা বা আপনার বুকের একটি ধমনী থেকে নেওয়া হতে পারে। এমনকি আপনার কব্জি থেকে একটি ধমনীও ব্যবহার করা যেতে পারে। সার্জারির সময় গ্রাফের এক প্রান্ত ব্লকেজের উপরে এবং অন্য প্রান্তটি ব্লকেজের নীচে সংযুক্ত করা হয়। রক্ত নতুন গ্রাফের মধ্য দিয়ে গিয়ে হৃৎপিণ্ডের পেশীতে পৌঁছানোর জন্য ব্লকেজকে বাইপাস করে। একে বলা হয় করোনারি আর্টারি বাইপাস সার্জারি।
প্রথাগতভাবে অবরুদ্ধ করোনারি ধমনীকে বাইপাস করার জন্য আপনার বুকে একটি বড় ছেদ তৈরি করা হয়। এবং অস্থায়ীভাবে হার্ট বন্ধ করে দেওয়া হয়। বুক খোলার জন্য আপনার বুকের পাঁজড়ের হাড় (স্টার্নাম) অর্ধেক লম্বা করে কেটে আলাদা করে নেওয়া হয়। একবার হৃৎপিণ্ড উন্মুক্ত হয়ে গেলে, ডাক্তার হৃৎপিণ্ডে টিউব প্রবেশ করান, যাতে হার্ট-ফুসফুস বাইপাস মেশিনের মাধ্যমে শরীরে রক্ত পাম্প করা যায়। হার্ট বন্ধ থাকা অবস্থায় রক্ত পাম্প করার জন্য বাইপাস Ã Â¦Â®Ã Â§â€¡Ã Â¦Â¶Ã Â¦Â¿Ã Â¦Â¨ Ã Â¦ÂªÃ Â§ÂÃ Â¦Â°Ã Â§Å¸Ã Â§â€¹Ã Â¦Å“ন

https://fb.watch/iwwJEEmBfQ/

Recent Post

image
Shining a Light on Oral, Head & Neck Cancer Awareness Week at B. P. Poddar Hospital & Medical Research Limited
16 April, 2024
image
Shining a Light on World Autism Awareness Day: Understanding, Acceptance, and Support
2 April, 2024
image
World TB Day: Combating Tuberculosis with Cutting-Edge Pulmonology at B. P. Poddar Hospital & Medical Research Limited
24 March, 2024
image
Celebrating World Down Syndrome Day: Embracing Diversity and Inclusion
21 March, 2024
How can I help you?